নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড চামড়া কারখানার কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট।
বুধবার (৪ আগস্ট) বেলা ১২টা ১৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়নগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রূপসী ইউনাইটেড লেদার নামের একটি টিনসেড কারখানার কেমকেল গোডাউনে আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি।
ইতোমধ্যে আমাদের ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। আরও ইউনিট যাচ্ছে। সেই সঙ্গে আগুনের তীব্রতা কিছুটা ভয়াবহ বলেও জানান তিনি।