বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে; তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুইজন। মোট ১৫ জনের মৃত্যু।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে তারা মারা যায় বলে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ-উল-হক জানান।
তিনি বলেন, কোভিডে মৃত ১৩ জনের মধ্যে ১১ জন বগুড়ার। অন্যরা অন্যান্য জেলার। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯২ জনের কোভিড শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৩ শতাংশ। একই সময়ে ১৩১ জন সুস্থ হয়েছে।
জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ হাজার ৬৩০জন। চিকিৎসাধীন আছে এক হাজার ২৫৩ জন।