ক্যালিফোর্নিয়ায় তিন সপ্তাহ ধরে চলা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ছোট একটি ঐতিহাসিক শহর। 'গ্রিনভিল' নামের এই শহরটির পত্তন হয়েছিল একশ বছরের বেশি সময় আগে, বিখ্যাত ‘গোল্ড রাশের’ সময়। আগুনে ধ্বংস হয়ে গেছে সে সময়ে তৈরি অনেক ভবন ও দোকানপাট। বুধবার সন্ধ্যায় ডিক্সি ফায়ার নামে ওই দাবানল আঘাত হানে শহরটিতে। খবর আল জাজিরার।
প্লামাস কাউন্টির সুপারভাইজার কেভিন গস বৃহস্পতিবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘আগুন আমাদের পুরো শহর ধ্বংস করে দিয়েছে। আমাদের শহরের ঐতিহাসিক স্থাপনা, ঘর বাড়ি, আমাদের ব্যবসা বাণিজ্য ও শিশুদের স্কুল পুড়ে ছাই হয়ে গেছে।ঠিক কতগুলো ভবন পুড়ে গেছে কিংবা ধ্বংস হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। তবে ফেসবুকে দেয়া ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়াবহ দাবানল ব্যবাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ওই এলাকার প্রতিনিধি ডগ লামালফা একটি আবেগপূর্ণ ফেসবুক ভিডিওতে বলেছেন, ‘আজ রাতে আমরা আমাদের গ্রিনভিলকে হারিয়েছি। এখানে এখন কোনো শব্দ নেই। ভয়াবহ নীরবতা।’
বুধবার উত্তর ও পূর্বদিক থেকে দাবানলের বিস্ফোরণ শোনা যাওয়ার পর প্লুমাস কাউন্টি শেরিফের অফিস থেকে শহরের প্রায় ৮০০ বাসিন্দাকে অনলাইনে সতর্কতা জারি করে বলা হয়, ‘শহরবাসী আসন্ন বিপদের মুখে। সবাইকে এক্ষুণি সরে যেতে হবে।’
গত ২১ জুলাই যে দাবানলের সূত্রপাত হয়েছিল, তা বাড়তে বাড়তে রাজ্যের বৃহত্তম দাবানলে পরিণত হয়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ১৩০৫ বর্গকিলোমিটার এলাকা।
অগ্নিনির্বাপক দলের মুখপাত্র মিচ ম্যাটলো বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আগুন নেভানের জন্য তা যথেষ্ট নয়।’
যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশে দাবানল হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তি তাপমাত্রাই দাবানলের ভয়াবহতার জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।