রাজধানীর চকবাজারে ‘ছিনতাই’ করে পালানোর সময় গাড়িচাপায় এক যুবক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে ওই ঘটনায় নিহত যুবকের নাম জয় (২০)।
তিনি বলেন, “চকবাজারের উর্দু রোড এলাকায় রিয়াজ উদ্দিন নামের এক নিরাপত্তারক্ষী রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় ছয়-সাতজন ছিতনাইকারী তাকে ঘিরে ধরে টাকাপয়সা ছিনিয়ে নেয়।
“একপর্যায়ে রিয়াজ উদ্দিন চিৎকার করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় জয় একটি কভার্ড ভ্যানের চাপায় মারা যায়।”
ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কবির বলেন, জয়ের নামে থানায় আগের মামলাও । ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য অপরাধীদের ধরার চেষ্টা চলছে।