আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৯ শতাংশে। এছাড়াও জেলায় আরও ১৫ জন করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৯৪৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৩০ জন।