আদালতে হাজির করার জন্য চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে পাঠানো হয় বলে কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল জানান।
তিনি বলেন, বুধবার সন্ধ্যার পর এ সংক্রান্ত কাগজ আসে। সেই মোতাবেক তাকে পাঠানো হয়েছে।
“বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার মহানগর হাকিম আদালতের হাজতখানায় পৌঁছান পরীমনি।”
গত ৪ অগাস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়। এ মামলায় রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট তাকে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে ওই দিন সন্ধ্যায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয়। সেখানে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।