বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, হোম কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফলাফল নিজেদের পক্ষে রাখতে চায় বাংলাদেশ। তবে নিজেদের ফেভারিট মানতে রাজি নন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি এসব কথা বলেন। রিয়াদ মনে করেন, ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশার চাপ একটু বেশিই থাকে, ফেভারিট তকমা গায়ে সাঁটালে ভালো করার চাপটা আরও বেড়ে যায়।
রিয়াদ বলেন, ‘আমি সবসময় বলি টি-টোয়েন্টি ফরম্যাট এমন, যেখানে আপনি নিজেকে ফেভারিট ভাবতে পারেন, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কন্ডিশন ও উইকেট বিশ্লেষণসহ ভালো ক্রিকেট খেলার উদ্দীপনা নিশ্চিত করতে পারলে, ইতিবাচকভাবে চিন্তা করতে পারলে আমাদের জন্য ভালো সুযোগ থাকবে।’
রিয়াদের মতে, ভালো করার ইচ্ছা আর আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে প্রতিটি ম্যাচে। মিরপুরের বৈচিত্র্যময় কন্ডিশনে মানিয়ে নিলে যেকোনো দলের বিপক্ষেই যে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, নতুন করে সেই কথা উচ্চারিত হল টি-টোয়েন্টি অধিনায়কের কণ্ঠে।