আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪০২ জন।
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৭৮ জন ভর্তি হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজার ৫৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ২৯৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১০৯ জন ভর্তি রয়েছে। এই কয়েকদিনে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।