কুড়িগ্রামের ফুলবাড়ীতে কঠোর লকডাউন উপেক্ষা করে মেয়ের বিয়ের অনুষ্ঠান করায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফুলবাড়ী ইউএনও সুমন দাস কনের বাবা আব্দুর রশিদের ৫ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও সুমন দাস বলেন, এই কঠোর লকডাউন সফল ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে আমরা মানুষকে সচেতন করছি। পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। গত ৭ দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ টি মামলা দিয়ে ৩৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।