গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিউবার পুলিশ বাহিনী ও দুজন কর্মকর্তার ওপর এই অবরোধ আরোপ করা হয়।
অবরোধের ব্যাপারে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, ১১ জুলাই থেকে কিউবায় শুরু হওয়া গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বিক্ষোভ থামাতে দেশটির সরকারের তরফ থেকে নেওয়া পদক্ষেপের জবাবে এই অবরোধ দেওয়া হয়েছে।
শুক্রবার হোয়াইট হাউসে কিউবান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির ওপর নতুন অবরোধের দেন বাইডেন।
কিউবার রাষ্ট্রীয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না আসা পর্যন্ত দেশটিতে আরও অবরোধ দেওয়া হবে বৈঠকে জানান বাইডেন।
তবে কিউবার রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে বাইডেন আশাবাদি নন বলে বৈঠকে জানিয়েছেন।
লাটিন আমেরিকার দেশ কিউবার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আরও অবরোধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।