বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন কর্মসূচি চূড়ান্তকরণে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ১৫ আগস্ট সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার লাগানো ও এলইডি বোর্ডের মাধ্যমে তা প্রচারের ব্যবস্থা করতে হবে। ভার্চুয়াল পস্ন্যাটফর্ম ব্যবহার করে জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
জানা গেছে, আন্তঃমন্ত্রণালয় সভার এসব সিদ্ধান্তের চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব কর্মসূচি পালনে সব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।