ওমান উপকূলে থাকা অবস্থায় ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত জাহাজ হামলার কবলে পড়ে। ঘটনায় দুই নাবিক প্রাণ হারায়। একজন ব্রিটিশ অন্যজন রোমানিয়ার নাগরিক। ভয়াবহ এই হামলার সঙ্গে ইরানের সম্পৃকক্তা রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ঘটনার দায় ইরানের ওপর চাপিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, এটি তেহরানের একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ। পাশাপাশি কাপুরুষোচিত ঘটনাও।
এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ সাপ্তাহিক এক সংবাদ সম্মলনে জানান, ইসরায়েল নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জাহাজে হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করার তীব্র নিন্দা জানায় তেহরান।
এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি জানান, ইসরায়েল মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় অব্যাহত আছে।
গত বৃহস্পতিবার লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের একটি তেলের জাহাজে হামলায় ব্রিটিশ ও রোমানিয়ান দুই নাবিকের মৃত্যু হয়। জাহাজটি পরিচালনা করছিল লন্ডনভিত্তিক ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম।