স্বাস্থ্যবিধি মেনে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’
তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে এই বছর জাতিসঙ্ঘের অধিবেশন সীমিত আকারে অনুষ্ঠিত হবে। এ বছর কোন কোন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যাবেন তা আমরা এখনো জানি না।
১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসঙ্ঘের ৭৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র : ইউএনবি