মাদক মামলার এক আসামির ঝুলন্ত লাশ পাওয়া গেছে ঢাকার উত্তরা পূর্ব থানার হাতজখানায়। মো. লিটন (৪৫) নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন আগেই থানা হাজতে আনা হয়েছিল।
পুলিশ বলছে, এই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোররাতে হাজতখানায় লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, “ভোররাতে হাজতের ভেতরে ভেন্টিলেটরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কম্বল ছিঁড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের আড়াল গিয়ে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।”
লিটনের লাশ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
লিটনের বিরুদ্ধে মাদকের চারটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোখলেসুর।
তিনি বলেন, সম্প্রতি তার কাছে ৫ হাজারেরও বেশি ইয়াবা পাওয়া যায়। এই মামলায় তাকে দুদিনের রিমান্ডে আনা হয়েছিল। মঙ্গলবারই তার রিমান্ড শেষ হওয়ার কথা।
লিটনের বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।