ঈদ উৎসবে প্রকাশিত নাটকগুলো যুগযুগ ধরে দর্শকদের বিনোদন যোগাতে ভিন্নমাত্রা যোগ করে। এবার ঈদ আয়োজনের অসংখ্য নাটক দেখে বোঝা গেছে এবার রোমান্টিক কমেডি ছাপিয়ে পারিবারিক গল্পগুলোর দর্শক বেশি গ্রহণ করেছেন। দর্শক এই ভিন্নতা গ্রহণ করেছেন দারুণভাবে। দর্শকদের মতামত, সমালোচকদের দৃষ্টিকোণ থেকে ঈদের আলোচিত/সেরা বেশ কিছু নাটক নিয়ে এই প্রতিবেদন
মায়ের ডাক:
মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় নির্মিত এ নাটকটি এবার ঈদে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। সমালোচকরা বলছেন, এবার ঈদে বান্নাহ ছন্দ ফিরে পেয়েছেন। তারকাবহুল এ নাটকে অভিনয় করেন দিলারা জামান, তাহসাম, মম, তৌসিফ মাহবুব, ফারিণ, জোভান, কেয়া পায়েল, শাহেদ আলী। মায়ের বার্ধক্যের সময় তিন ভাইয়ের নিজেদের ঝগড়ার কারণে মাকে ছেড়ে ভিনদেশে পাড়ি জমায়। কিন্তু মায়ের ডাক তো কোনো সন্তান উপেক্ষা করতেন পারেনা। অবশেষে বাড়ি ফিরলেও ভাইদের বন্ধন কি জোড়া লাগবে? এমনই পারিবারিক একটি গল্প ছিলো এই ঈদের অন্যতম সেরা মায়ের ডাক। যা দর্শকের কাঁদিয়েছে, মূল্যবোধ জাগিয়েছে।
চিরকাল আজ:
এই নাটকটি বানিয়েছেন ভিকি জাহেদ। রোমান্টিক ধাঁচের এ গল্পটি দর্শকদের মন জয় করেছে। এ নাটকে আফরান নিশো এবং মেহেজাবিন একে অপরকে পছন্দ করেন। পরিবারও একটা সময় মেনে নেয়। পরেই ঘটে বিপত্তি। মাঝে কিছুটা সাধারণ মানের গল্প মনে হলেও শেষের দিকের টুইস্ট দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তাই নাটকটিকে আলোচনায় এসেছে ঈদে।
সুইপারম্যান:
এই নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি অসাধারণ একটি বার্তা দিয়ে নাটকটির ইতি টানা হয়েছে। একজন পরিচ্ছনতাকর্মীর জীবন, স্বপ্ন এবং সামাজিক অবস্থান নাটকটিতে দারূণভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফজলুর রহমান বাবু, মুশফিক ফারহান, পারসা ইভানা নাটকটিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। বিশেষ করে সুইপারম্যানের চরিত্রে অভিনয় করে ফারহান ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।
২১ বছর পরে:
মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নির্মিয় হয়েছে নাটকটি। মা এবং সন্তানের সম্পর্ক নিয়ে রচিত গল্প। ২১ বছর পর মায়ের সাথে সন্তানের দেখা। এ দেখার শেষ পরিনতি বিচ্ছেদ নাকি ভুল বুঝাবুঝি? এতে অভিনয় করেন অপূর্ব, ফারিণ ও মনিরা মিঠু।
বদলে যাওয়া মানুষ:
সকাল আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, মম। একজন মানুষের হঠাৎ করে পরিবর্তন হবার কারণ কি হতে পারে? পরিবার মানুষকে ভালো রাখার চেষ্টা নাকি অন্য কিছু? আর যদি পরিবর্তন হতেই হয় সে পরিবর্তন কি প্রত্যাশিত নাকি অপ্রত্যাশিত? প্রশ্নগুলো শুনে কিছুটা জটিলতা তৈরি হলেও নাটকটি জীবনের ভাবার্থ বুঝতে সাহায্য করবে।
আপন:
নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত টেলিফিল্ম ‘আপন’। সম্পর্কের গল্প নিয়ে নির্মিত আপন।যেখানে বাবা-ছেলের গল্পকে কেন্দ্র করে তার সাথে জড়িয়ে থাকা সম্পর্কগুলো ফুটে উঠেছে আপনে। টেলিফিল্মটি প্রচারিত হবার সাথে সাথেই দর্শকদের মন জয় করে নিয়েছে।ইউটিউব চ্যানেলে একদিনেই ১০ লক্ষ ভিউ অতিক্রম করেছে। এতে বাবা-ছেলের ভূমিকায় তারিক আনাম খান ও আফরান নিশোর অভিনয় সাথে মুনিরা মিঠু,শামীমা নাজনীন, তাসনিয়া ফারিণ,জিয়াউল হক পলাশ,সমুন পাটোয়ারী আপনে প্রত্যেকে পাল্লা দিয়ে অভিনয় যুদ্ধ করেছেন।এটা অডিয়েন্সের অভিমত।
বাবা তোমাকে ভালোবাসি:
প্রবীর রায় চৌধুরী পরিচালিত 'বাবা তোমাকে ভালোবাসি' নাটকটির প্রশংসা করেছন দর্শকরা। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, জোভান ও তাসনিয়া ফারিন।
গ্লাস ফোর পয়েন্ট ফাইভ:
শিহাব শাহীন নির্মিত নাটক 'গ্লাস ফোর পয়েন্ট ফাইভ'। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। আরও অভিনয় করেছেনখালেকুজ্জামান, মোমো আলী, বাশার বাপ্পি, নিরুপমা নির্ঝর, হোসাইন নিরব প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে মেহজাবীনের চোখে সমস্যা। চশমা ছাড়া সে ঝাপসা দেখে। যেটা নিয়ে ব্যক্তিজীবনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সে। এসবের মধ্যেই নিশোর সঙ্গে পরিচয় হবে মেহজাবীনের। ভিউয়ের দিক থেকে শুধু নয় নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে প্রশংসিত ও আলোচিত
এছাড়া ঈদে শতাধিক প্রচারিত নাটকের ভিড়ে দর্শক আরও কিছু নাটক দেখে পছন্দ করেছেন। যে গুলোর মধ্যে রয়েছে মাবরুর রশিদ বান্নাহর দ্যা টিচার, নিকষিত, কালাই, কাজল আরেফিন অমির অদভূত, ভিকি জাহেদের পুনর্জন্ম, মুহাম্মদ মিফতাহ পরিচালিত মোমের পুতুল, শিহাব শাহীনের শুষ্কং কাষ্ঠং, মিজানুর রহমান আরিয়ানের যত্ন দর্শক সমাদৃত হয়েছে।