চিত্রনায়িকা পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরো বলেন, পরীমণি ও রাজকে আটক করা হয়েছে। র্যাব তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সেই মামলায় দু’জনকে গ্রেফতার দেখানো হবে। তবে তাদের কী মামলা হবে- এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
বনানীর বাড়ি থেকে বুধবার রাতে পরীমণিকে তুলে নেয়ার পর একই এলাকার আরেক বাড়ি থেকে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে র্যাব। দু’জনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র্যাব সদর দফতরে।