গণটিকা কর্মসূচীর আওতায় দ্বিতীয় দিন রবিবার (৮ আগস্ট) সারাদেশে ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৬ লাখ ৪ হাজার ৭৭২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন। সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাগ্রহীতাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ হাজার ৯০৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৩৫০ ও নারী ২৫ হাজার ৫৫৮ জন।
টিকাগ্রহীতাদের মধ্যে সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ১৮ হাজার ২৩৭ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৭৭৭ ও ১ লাখ ৮৯ হাজার ৪৬০ জন নারী। এছাড়া সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৯ হাজার ৭৩৪ জন।
আর মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৫ জন। এদিন মডার্নার টিকার দ্বিতীয় ডোজ কাউকেই দেওয়া হয়নি। এছাড়া টিকাগ্রহীতাদের মধ্যে ফাইজারের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন।