আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করোনা আক্রান্তের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৭৭ জন, সালথায় ২ জন, আলফাডাঙ্গায় ৯ জন, ভাঙ্গায় ১৭ জন, বোয়ালমারীতে ৫ জন, নগরকান্দায় ৬ জন, মধুখালীতে ১৯ জন, সদরপুরে ২২ জন এবং চরভদ্রাসনে ১০ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়।