এর মধ্যেই বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হচ্ছে মেসির যত পোস্টার কিংবা ছবি। স্টেডিয়ামের দেয়ালজুড়ে যত ছবি কিংবা পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলা হচ্ছে। মেসির সঙ্গে অন্য তারকারাও আছেন; তাদেরগুলো রেখে দেওয়া হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছড়িয়ে পড়েছে পোস্টার ছেঁড়ার ছবি। হাহাকার মেসি ভক্তদের মনে-প্রাণে। স্টেডিয়ামের দেয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে মেসির ছবি; কিন্তু ভক্তদের হৃদয় থেকে সহজে মোছা যাবে?
মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলে নিজের বাসা ছেড়ে বার্সেলোনার বিমানবন্দরের দিকে যাত্রা করেন মেসি। এরপরেই উড়াল দিয়েছেন প্যারিসের উদ্দেশ্যে।