আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়াশনের চেয়ারম্যান আবদুল্লাহ (বাঁ থেকে দ্বিতীয়) কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও আফগানিস্তানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তালেবান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ফাইল ছবি: রয়টার্স
আফগানিস্তান সরকার দেশটির ক্রমবর্ধমান সংঘাত এড়াতে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। দেশটির একজন শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সূত্র জানায়, কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানকে এ প্রস্তাব দেওয়া হয়। কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয় রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এ দেশে চলছে আফগান শান্তি আলোচনা।
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়াশনের চেয়ারম্যান আবদুল্লাহ কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও আফগানিস্তানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
গতকাল আবদুল্লাহ বলেন, সরকারের শান্তি পরিকল্পনা নিয়ে কাতার সরকারের সঙ্গে কথা হয়েছে। তবে তালেবানকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলেননি।
আবদুল্লাহ গতকাল বৈঠকে বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা আয়োজক দেশের কাছে তুলে ধরেছি। আপনারাও দিতে পারেন।’