আফগান প্রেসিডেন্টের পর দেশ ছাড়লেন ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও। রবিবার (১৫ আগস্ট) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে তিনি কোন দেশের দিকে যাচ্ছেন তা জানা যায়নি।
এর আগে, প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন ইন্টেরিয়র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, তবে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, নিরাপত্তার কারণে আশরাফ গনির চলাচল সম্পর্কে কিছু বলা যাবে না। এদিকে রাজধানী কাবুলে প্রবেশ করা তালেবানের একজন প্রতিনিধি আগে জানিয়েছিলেন, দলটি ঘানির অবস্থান সম্পর্কে খোঁজ নিচ্ছে।