ময়মনসিংহে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৪ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১৮৭ জনের।
করোনা আক্রান্তে মৃতরা হলেন, ময়মনসিংহ গৌরীপুর উপজেলার খোদেজা (৭৫), ত্রিশাল উপজেলার মনির উদ্দিন (৯১), এবং জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার শহিদুল্লাহ (৫৫)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ নান্দাইল উপজেলার রুবিয়া (৬৪), মদিনা (২০), গৌরীপুর উপজেলার সুনীল পত্রনবীশ (৭৬), এবং নেত্রকোনা সদরের পলাশ সরকার (৫৫)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৮৭ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪২ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯৩ টি নমুনা পরীক্ষায় আরও ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৮১০ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩২১ জন।