গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২২০ এবং ৪৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ১১০ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২০২ জন। আর রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ১৫ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৪২ জন।
এদিকে মঙ্গলবারও রাজধানীর দুই সিটি করপোরেশন অভিযান চালিয়ে ২৩ ভবন মালিককে চার লাখ ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ ভবন মালিককে মোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, ছয়টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল ডিএসসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০১টি নির্মাণাধীন স্থাপনা ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ১২ ভবন মালিককে মোট এক লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।