ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৬২ জন ঢাকায়; বাকি ৫৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এই সময়ে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৫২ জন। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ১১ হাজার ৮১৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৮১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে মোট ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন এক হাজার ২৮০ জন।
এরমধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ১৩১ জন।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানো ছাড়াও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব স্থাপনায় মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনা মালিককেই বিভিন্ন অংকের জরিমানা করছে।