কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি।
এদিন বিকেল ৪টার কিছু পরে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। গাড়িতে রেখেই তাকে টিকা দেয়া হয়।
গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।
শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।