বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিভারপুলের জয় অব্যাহত, আটালান্টাকে হারিয়ে রিয়ালের জয় ডেভিড মিলার-জর্জ লিন্ডের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার ম্যানচেস্টার সিটির মেয়াদ শেষে অন্য অন্য ক্লাবে যাচ্ছেন না গার্দিওলা শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে : টবি ক্যাডম্যান শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ জুলাই বিপ্লবের চেতনায় শুরু হচ্ছে ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪  বাংলাদেশ জনগণের কথায় চলুক, ভারত তা চায় না : রুহুল কবির রিজভী গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : নাহিদ ইসলাম বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’ : অধ্যাপক ইউনূস বিশ্ব মানবাধিকার দিবস আজ ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক দ. কোরিয়ার রাজনৈতিক সঙ্কটে নোবেল জয়ী হান ক্যাং ‘বিস্মিত’ কেউ যাতে ন্যায়বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে : প্রধান বিচারপতি ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই : উপদেষ্টা এম সাখাওয়াত ২০২৫ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ যুব হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সংখ্যালঘুদের বিষয়ে তথ্য পেতে ধর্মীয় নেতাদের সাহায্য চাইলেন প্রধান উপদেষ্টা যড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি : প্রধান উপদেষ্টা ঐকমত্য চায় বিএনপি, সঙ্গে নির্বাচনী রোডম্যাপ এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা সার্কের পুনরুজ্জীবন করার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা: শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা ‘খুবই কঠিন’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারী বর্ষণে উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে ৫০ জনের মৃত্য পাকিস্তানের হুঁশিয়ারি ভারতকে

রোনালদোর রেকর্ডের ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

দলের সেরা তারকা ক্রিস্টিয়ানোর রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু করলো পর্তুগাল। ম্যাচে এক গোল করে  রেকর্ড করেছেন রোনালদো।
এইচ গ্রুপে আজ  নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ৩-২ গোলে হারিয়েছে ঘানাকে। এ ম্যাচে একটি গোল করেন রোনালদো। এর মাধ্যমে পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন রোনালদো।
দোহার ৯৭৪ স্টেডিয়ামে শুরুতেই বল দখলে নিয়ে ঘানার উপর চাপ সৃষ্টির ছক কষে পর্তুগাল। সেই ছক কাজেও লেগে যায়। তবে ১০ম  মিনিটেই এগিয়ে যাবার ভালো সুযোগ নষ্ট করেন দলের সেরা তারকা রোনালদো। মাঝমাঠ থেকে বাতাসে ভাসিয়ে ঘানার ডি বক্সে বল উড়িয়ে মারেন ডিফেন্ডার এন্টোনিও সিলভা। বল পেয়ে গোলবারে শট নিলেও তা রুখে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আতি।
ম্যাচের ৩১ মিনিটে গোলের দেখা পান রোনালদো। তবে সেটি বাতিল হয়ে যায়। ডি বক্সের রোনালদোকে পাস দেন স্ট্রাইকার হুয়াও ফেলিক্স। ঘানার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান রোনালদো। শট নেয়ার আগে ফাউল করে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফেলে দেন রোনালদো। সাথে-সাথে ফাউলের বাঁশি বাজান রেফারি। বাতিল হয়ে যায় রোনালদোর গোল।
 কিছুক্ষণ পর প্রথমার্ধের শেষ দিকে ৪২ মিনিটে আবারও গোলের সুযোগ পান রোনালদো। ডিফেন্ডার রাফায়েল গুয়েরেইরোর যোগান দেয়া বল পেয়ে বক্সের বাঁ-দিক দিয়ে বাঁ-পায়ের জোড়ালো শট নেন রোনালদো। কিন্তু দর্ভিাগ্য  তার বল  বার ঘেষে বাইরে চলে যায়। শেষ ডর্যন্ত পর্তুগালের আধিপত্য  ও রোনালদোর মিসে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। এসময় ৭৪ শতাংশ বল দখলে ছিলো পর্তুগালের। প্রতি পক্ষের বারে ৭বার  আক্রমন চালায় রোনালদোর দল। পক্ষান্তরে  একবারের জন্যও পর্তুগালের সীমানায় বল নিয়ে আক্রমন করতে পারেনি ঘানা।
প্রথমার্ধে দারুন খেলা পর্তুগাল, দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৬৫ মিনিটে ডি বক্সের মধ্যে  রোনালদোকে ফাউল করেন ঘানার মোহাম্মদ সালিসু। সাথে-সাথে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক সিআর সেভেন।
এর মাধ্যমে  বিশ^কাপের ইতিহাসে পাঁচ আসরে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে নাম লেখান  রোনালদো।
রোনালদোর রেকর্ড গোলে অবশ্য পর্তুগালের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৩ মিনিটে ম্যাচ সমতা আনে ঘানা। ডান-প্রান্ত দিয়ে মিডফিল্ডার মোহাম্মদ কুদুসের কাছ থেকে বল পেয়ে ডান-পায়ের শটে গোল করেন ঘানার আরেক মিডফিল্ডার আন্দ্রে আইয়ু।
আইয়ুর গোলে সমতা ফিরলেও দ্রুত লিড নিয়ে নেয় পতর্ুূগাল। ৭৮ মিনিটে ডান-প্রান্ত দিয়ে মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের আক্রমনে বক্স থেকে ডান-পয়ের শটে বলকে ঘানার জালে আশ্রয় নেন ফেলিক্স (২-০)।
২ মিনিট পর ফার্নান্দেসের সহায়তায় পর্তুগালের পক্ষে তৃতীয় গোল করেন স্ট্রাইকার রাফায়েল লিয়াও। ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ জয়ের পথ তৈরি করে ফেলে পর্তুগাল।  এ সময় ৩-১ গোলে এগিয়ে ছিলো পর্তুগীজরা।
তবে  ম্যারে অন্তিম মুহূর্তে  অর্থাৎ ৮৯ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বলে দারুন হেডে বলকে পর্তুগালের জালে জড়ান স্ট্রাইকার ওসমান বুকারি। এতে স্কোর লাইন দাঁড়ায় ৩-২। এই গোলে ম্যাচে উত্তেজনা আরো  বেড়ে যায়। ইনজুরি সময়ে গোল করলেই পর্তুগালের সাথে ড্র’র স্বপ্ন ছিলো ঘানার।
নির্ধারিত সময় শেষ হবার পর ইনজুরি সময়ে ১১ মিনিটের খেলায় পর্তুগালকে চেপে ধরে ঘানা। এ সময় তিনটি আক্রমন করেও গোলের দেখা না পেলে হার নিয়ে মাঠ ছাড়ে ঘানা। শেষ মুর্হূতে চাপে পড়লেও, পূর্ণ ৩ পয়েন্ট পায় পর্তুগাল।
২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল পর্তুগাল।
আগামী ২৮ নভেম্বর লুসাইলের লুসাইল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে পর্তুগাল। একই দিন দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে ঘানা। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *