মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের ৬৯ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২৬ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় ৪৯৮ জন, বাকি ৩২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের একজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছিলেন।