শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতি জুলাই-আগস্টের আন্দোলনে নারীদের ওপর যৌন নিপীড়ন চালায় আওয়ামী লীগ-জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগ দেশে ‘আইয়ামে জাহেলিয়া’ প্রতিষ্ঠা করেছিল : প্রধান উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭ অপারেশন ডেভিল হান্টে দুষ্কৃতকারী যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবির কিছু শিক্ষক নিজেদের ‘ফ্যাসিবাদের দালাল’ প্রমাণে ব্যস্ত ছিলেন: নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ : নাহিদ ইসলাম বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ভাঙা হলো ধানমন্ডির ৩২শেখ মুজিবের বাড়ি, পোড়ানো হলো সুধা সদন আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ অভিযানে বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ বিপিএল টি-টোয়েন্টি ফাইনালে চট্টগ্রাম ও খুলনা বাজেটের খসড়া উপস্থাপন প্রধান উপদেষ্টার কাছে বুধবার যেসব জায়গায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না চ্যাম্পিয়নস ট্রফির সব দলের স্কোয়াড ওয়াশিংটনকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের ফাইনালে বরিশাল আ. লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের জানুয়ারি মাসে শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যহ্রাস জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে : প্রধান উপদেষ্টা সেন্টমার্টিনে আজ থেকে পর্যটক যাতায়াত বন্ধ সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুলাইয়ের আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল রাজনৈতিক নেতৃত্ব: এইচআরডব্লিউ টিম কম্বিনেশনের কারণে শান্ত একাদশে নেই: তামিম ইকবাল বিদেশি শিল্পী আনা নিরুৎসাহিত করতেই ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের আয়োজন করা হয়: তারেক রহমান জুলাই-আগস্ট গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না: প্রেস সচিব

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

অভিষেকে আমির জাঙ্গোর দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়ানডেতে তিন ম্যাচের সিরিজে তৃতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে  বাংলাদেশ ক্রিকেট দল। গত রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা। এর আগে ২০০৪ ও ২০১৪ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছিলো

বাংলাদেশ। অভিষেক ওয়ানডেতে ৮৩ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ২৭ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার জাঙ্গো।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই জীবন পান বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। পেসার আলজারি জোসেফের বলে স্লিপে সৌম্যর ক্যাচ ফেলেন ব্রান্ডন কিং।

শূন্যতে সৌম্য জীবন পেলেও, শূন্যতেই বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান। তৃতীয় ওভারে আলজারির দ্বিতীয় বলে পুল করতে গিয়ে তানজিদ আকাশে বল তুলে দিলে মিড উইকেটে ক্যাচ লুফে নেন শেরফানে রাদারফোর্ড।

একই ওভারের চতুর্থ বলে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটান আলজারি। অফ-স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ব্রান্ডনকে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন লিটন দাস।

৯ রানে ২ উইকেট পতনের পর সাবধানে খেলতে শুরু করেন সৌম্য ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এতে পাওয়ার প্লেতে ৪৬ রান পায় বাংলাদেশ।

মিরাজের সাথে জুটিতে ৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করার পর আবারও জীবন পান সৌম্য। ১৮তম ওভারে স্পিনার গুদাকেশ মোতির বলে লং অনে ৪৫ রানে সৌম্যর ক্যাচ ফেলেন অভিষিক্ত ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গো।

২০তম ওভারের শুরুতে বাংলাদেশের রান ১শ স্পর্শ করে। একই  ওভারের চতুর্থ বলে মিরাজ ষষ্ঠ এবং শেষ ডেলিভারিতে ১৩তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন সৌম্য। ২১তম ওভারে জুটিতে ১শ পূর্ণ করেও রানের চাকা সচল রেখেছিলেন মিরাজ ও সৌম্য।

২৪তম ওভারের তৃতীয় বলে সৌম্যকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ব্রেক—থ্রু এনে দেন মোতি। লেগ বিফোর আউটের আগে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ বলে ৭৩ রান করেন সৌম্য। তৃতীয় উইকেটে সৌম্য-মিরাজ ১২৭ বলে ১৩৬ রান যোগ করেন।

সতীর্থকে হারানোর পর রাদারফোর্ডের সরাসরি থ্রোতে রান আউট হন  ৮টি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ৭৭ রান করা টাইগার দলনেতা মিরাজ।

মিরাজ ফেরার পরপরই সাজঘরের পথ ধরেন আফিফ হোসেনও। রাদারফোর্ডের বলে কিংকে ক্যাচ দেন ২টি চারে ১৫ রান করা আফিফ।

১৭১ রানে পঞ্চম উইকেট পতনে চাপ অনুভব করতে শুরু করে বাংলাদেশ। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলি। তাদের নৈপুন্যে ৩৮তম ওভারে ২শ ও ৪৪তম ওভারে আড়াইশ রান স্পর্শ করে বাংলাদেশ।
এরপর ৪৮ বলে ওয়ানডে ৩২তম ও সিরিজে টানা তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল্লাহ। পঞ্চম ম্যাচে এসে ৫৩ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান জাকের।
মাহমুদুল্লাহ-জাকেরের জোড়া হাফ-সেঞ্চুরির পর ৪৯তম ওভারে ৩শতে পা রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের পায় ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রানের সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। আগেরটি ছিলো ৩০১ রানের। ২০১৮ সালে এই সেন্ট কিটসেই ৬ উইকেটে ৩০১ রান করে ১৮ রানে ম্যাচ জিতেছিলো টাইগাররা।
শেষ ৪ ওভারে ৫৯ রান তুলেন মাহমুদুল্লাহ-জাকের। এতে জুটিতে ১১৭ বলে ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি বাংলাদেশের। আগেরটি ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে ১২৮ রানের জুটি গড়েছিলেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ।

এবার ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৩ বলে মাহমুদুল্লাহ অপরাজিত ৮৪ রান করেন। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তামিম ইকবালের সর্বোচ্চ ১০৩টি ছক্কার রেকর্ড ভেঙেছেন মাহমুদুল্লাহ। ৫টি চার ও ২টি ছক্কায় ৫৭ বলে অনবদ্য ৬২ রান করেন জাকের। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আলজারি ২টি এবং মোতি-রাদারফোর্ড ১টি করে উইকেট নেন।

৩২২ রানের টার্গেটে খেলতে নেমে পঞ্চম ওভারের মধ্যেই দলীয় ৩১ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিং ১৫ রানে রান আউট, অ্যালিক আথানাজে ৭ রানে স্পিনার নাসুম আহমেদের এবং অধিনায়ক শাই হোপ ৩ রানে শিকার করেন পেসার হাসান মাহমুদের।

চতুর্থ উইকেটে কেসি কার্টি ও শেরফানে রাদারফোর্ডের ৫৭ বলে ৫৫ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ১৫তম ওভারে তানজিদের ক্যাচ বানিয়ে রাদারফোর্ডকে ৩০ রানে শিকার করে জুটি ভাঙেন তাসকিন।

৮৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর কার্টির সাথে জুটি বাঁধেন জাঙ্গো। বাংলাদেশ বোলারদের দারুনভাবে সামাল দিয়ে রানের চাকা দ্রুত ঘুড়িয়েছেন তারা। এতে দলের রান দেড়শ ছাড়িয়ে ৩১তম ওভারে ২শ স্পর্শ করে। এসময় ওয়ানডেতে কার্টি পঞ্চম ও জাঙ্গো প্রথম অর্ধশতকের দেখা পান।

৩৪তম ওভারে সৌম্যর দারুণ ক্যাচে কার্টিকে নার্ভাস নাইন্টিতে থামিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রিশাদ হোসেন। ১০টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৯৫ রান করেন কার্টি।

কার্টির পর রোস্টন চেজকে ১২ রানে দারুণ ক্যাচে বিদায় দেন রিশাদ। চেজ যখন বিদায় নেন তখন জয়ের জন্য ৭৭ বলে ৮৮ রান দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের।

ষষ্ঠ উইকেটে ৫৩ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৪ ওভার বাকী থাকতে ওয়েস্ট ইন্ডিজকে দারুন জয়ের স্বাদ দেন জাঙ্গো ও মোতি। ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড এটি। নিজেদের ইতিহাসে এ নিয়ে চতুর্থবার তিনশ’র বেশি রান তাড়া করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দু’বার জীবন পেয়ে ছক্কা মেরে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করতে ৭৯ বল খেলেন জাঙ্গো। ইতিহাসের ১৮তম ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। ১৯৭৮ সালে ক্যারিবীয়দের প্রথম ব্যাটার হিসেবে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন ডেসমন্ড হেইন্স।

৬টি চার ও ৪টি ছক্কায় ৮৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন জাঙ্গো। ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে অনবদ্য ৪৪ রান করেন মোতি। বাংলাদেশের রিশাদ ২টি, হাসান-নাসুম ও তাসকিন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জাঙ্গো এবং সিরিজ সেরা রাদারফোর্ড।

আগামী ১৬ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ৩২১/৫ (মাহমুদুল্লাহ ৮৪*, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, জাকের ৬২*, আলজারি ২/৪৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৬ ওভারে ৩২৫/৬ (জাঙ্গো ১০৪*, কার্টি ৯৫, রিশাদ ২/৬৯)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : জেইডেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।
সিরিজ সেরা : শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *