বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় দেশের বিভিন্ন জেলায়। সে ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা জাসাস জেলায় শিল্পকলা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেন।
অনুষ্ঠানের শুরুতেই ঢাকা থেকে আগত কেন্দ্রীয় জাসাস এর যুগ্ম আহবায়ক ইঞ্জি. জাকির হোসেন, কেন্দ্রীয় দফতরের দায়িত্বে মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাজহারুল ইসলাম পায়েলকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও জেলা বিএনপি;র সভাপতি আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানকিগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি আজাদ হোসেন খান, জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. নূরতাজ আলম বাহার, কেন্দ্রীয় জাসাস এর যুগ্ম আহবায়ক ইঞ্জি. জাকির হোসেন, কেন্দ্রীয় দফতরের দায়িত্বে মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাজহারুল ইসলাম পায়েল প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী সালমান রাজসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্য, কবিতা আবৃতি ও অভিনয় পরিবেশিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা জাসাস এর আহবায়ক মোশাররফ হোসেন শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা জাসাস এর সদস্য সচিব শামীম বিশ^াস, নগর জাসাস নেতা জিয়াউল হক শাওন। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম বিশ^াস লোটাস। অনুষ্টানে বিভিন্ন থানা জাসাস এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।