সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে দাবানলে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা : নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা দমকল কর্মীদের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুণ আলোর মুখ দেখছে বগুড়া বিমানবন্দর ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে শহিদদের ছয় মৃতদেহ এখনও সনাক্ত হয়নি বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা স্থিতিশীল গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর দলীয় নেতাদের বৈঠক ডেকেছেন ডেনিশ প্রধানমন্ত্রী অধিনায়কত্ব উপভোগ করছি : সোহান বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও ২৮ জনকে পাঠানো হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় জাসাস উত্তর খান ও দক্ষিণ খান থানার কমিটি অনুমোদন কানাডাকে অঙ্গরাজ্য করার বিতর্কিত প্রস্তাব ট্রাম্পের: ঘরে-বাইরে বিরূপ প্রতিক্রিয়া ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজ মেলা শুরু  নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন মেসি, সুয়ারেজের সাথে আবারো খেলতে চাচ্ছেন নেইমার লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া আব্রাহামের গোলে ইতালিয়ান কাপের শিরোপা জিতলো মিলান বায়ুদূষণ রোধে অভিযান : ২০ টি ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা শেখ হাসিনা-রেহেনা ও সন্তানদের ব্যাংক হিসাব তলব উন্নত চিকিৎসার জন্য লন্ডন ছেলের কাছে গেলেন বেগম খালেদা জিয়া  জুলাই হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বিদেশ যাত্রায় বেগম খালেদা জিয়া জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণে সরকার সহযোগিতা করবে : তথ্য উপদেষ্টা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা রাজধানীর পুরানা পল্টনের ৪ তলা ভবনের আগুন-নিয়ন্ত্রণে

নারীদের সাফল্যগাথাই এ বছর বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

২০২৪ সালের পুরোটাই দেশীয় ফুটবলের নানা ঘটনার মধ্য দিয়ে পার হয়েছে। এই বছর সাবিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় নারী দল মর্যাদাপূর্ণ সাফ শিরোপা ধরে রেখে ইতিহাস পুনর্লিখন করেছে। মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনা নিয়ে আলোচিত হয়েছে দেশের ফুটবলও।  

সাবিনা বাহিনীর ইতিহাস পুনর্লিখন : 

২০২২ সালে বাংলাদেশ প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল। তারা আবারও এই বছর মর্যাদাপূর্ণ সাফ শিরোপা ধরে রেখেছে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে। শেষ গ্রুপ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে।

সেমিফাইনালে বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে বিধ্বস্ত কওে ফাইনালের টিকেট পায়। ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে আবারও সাফ শিরোপা জিতে নেয়।

দুর্দান্ত অর্জনের জন্য বাংলাদেশ ফুটবল দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। সাফ চ্যাম্পিয়ন সাবিনা বাহিনীকে বিমানবন্দর থেকে একটি ছাদ খোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আনা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফের মুকুট জয়ী নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন।

ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অসামান্য সাফল্যের জন্য পুরো দলকে অর্থ পুরস্কার দিয়েছে।

বয়সভিত্তিক দলের সাফল্য :

জাতীয় দল ছাড়াও দক্ষিণ এশিয়ায় বয়সভিত্তিক পর্যায়েও বাংলাদেশের নারীরা সাফল্য অর্জণ করেছে। ফেব্রুয়ারিতে সাফ অনুর্ধ্ব-১৯ নারী টুর্ণামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

গত ৮ ফেব্রুয়ারি কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। 

শিবানী দেবির গোলে ফাইনালের শুরুতে এগিয়ে গিয়েছিল ভারত। সাগরিকার গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ফলাফল নির্ধারনে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। দুর্দান্ত শ্যুট আউটে কোন দলই কাউকে ছাড় দেয়নি। উভয় দলের প্রত্যেক্যেই গোল করায় ফলাফল যখন ১১-১১ হয় তখন রেফারি টসের মাধ্যমে চ্যাম্পিয়নের সিদ্ধান্ত দেবার ঘোষনা দেন। ভারত টসে জয়লাভ করেছিল। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হলে দুই ঘন্টা অপক্ষোর পর শেষ পর্যন্ত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। 

মার্চে বাংলাদেশ নেপালে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৬ নারী টুর্ণামেন্টের ফাইনালে ভারতকে পেনাল্টিতে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করে। এছাড়া আগস্টে ফাইনালে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে প্রথমবারের মত সাফ অনুর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপাও ঘরে তুলে। 

কাজী সালাউদ্দিন যুগের অবসান, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল : 

কিংবদন্তী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হন। চার মেয়াদে সভাপতি নির্বাচিত হবার পর, তিনি আবার ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ইচ্ছা প্রকাশ করেন। পরে অবশ্য তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

২৬ অক্টোবর অনুষ্ঠিত বহুল আলোচিত নির্বাচনে তাবিথ আউয়াল নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। দিনাজপুওে সংগঠক এফএম মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মাধ্যমে ১৬ বছরের সালাউদ্দিন যুগের অবসান হয়।

সহসভাপতি পদে নির্বাচনে হেরেছেন সাবেক দুই তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

নির্বাচিত চার সহ-সভাপতি ফুটবলে পুরোনো ব্যক্তিত্ব নন। সাবেক দুই তারকা ফুটবলারকে হারিয়ে চমক সৃষ্টি করেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাব্বির আরেফ।

বিপিএল থেকে শেখ রাসেল, শেখ জামালের নাম প্রত্যাহার : 

পৃষ্ঠপোষকতার অভাবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দেশের দুই শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফুটবলারদের সাথে প্রাথমিক ভাবে সমঝোতা ও চুক্তি হলেও পরবর্তীতে লিগে অংশ না নেবার সিদ্ধান্ত নেয় ক্লাব দুটি। 

এছাড়া দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডও আর্থিক সমস্যায় এবারের লিগে বিদেশী খেলোয়াড় ছাড়া খেলার সিদ্ধান্ত নিয়েছে। 

বর্ষপঞ্জিকা থেকে স্বাধীনতা কাপ ও সুপার কাপ বাতিল হওয়ায় ঘরোয়া ফুটবলে জমাট দুই আসর থেকে বঞ্চিত হয়েছে ফুটবলাররা। এবার শুধুমাত্র ফেডারেশন কাপ ও বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। 

বসুন্ধরা কিংসের তিক্ত অভিজ্ঞতা : 

এ বছর বসুন্ধরা কিংস টানা পঞ্চমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর শিরোপা জয় করে। এছাড়া ঘরোয়া ট্রেবলও জয় করার কৃতিত্ব দেখিয়েছে। কিন্তু বছরের শেষে এসে পারফরমেন্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। চলমান বিপিএল’এ বসুন্ধরা কিংস ইতোমধ্যেই পাঁচ ম্যাচের দুটিতে পরাজিত হয়েছে। বিপিএল’এ খেলতে আসার পর থেকে কখনই এক লিগে দুটি ম্যাচে পরাজিত হয়নি কিংস। 

স্প্যানিশ কোচ ওস্কার ব্রুজনের বিদায়ের পরও ভুটানে অনুষ্ঠিত এএফসি টুর্ণামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ (এসিএল) ২০২৪-২৫’এ কিংস লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাবের কাছে ১-০, ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের কাছে ৪-০ ও ভুটানের পারো ফুটবল ক্লাবের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়। 

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আসছেন হামজা : 

শেষ পর্যন্ত বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশী ফুটবল সমর্থকরা একটি সুসংবাদ পেয়েছে। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। 

দীর্ঘদিন ধরেই প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির খেলোয়াড় হামজার বিষয়টি ফিফাতে ঝুলে ছিল। শেষ পর্যন্ত ফিফার অনুমতি পাওয়ায় লাল-সবুজের জার্সিতে হামজার খেলার স্বপ্ন পূরণ হয়েছে। 

সদ্য প্রবর্তিত বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ : 

একটি নতুন ফুটবল ইভেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে এবারের ঘরোয়া মৌসুম শুরু হয়েছে। বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে উদ্বোধনী শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। 

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যু : 

গত ১৮ নভেম্বর মৃত্যুবরণ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। কিংবদন্তী এই ফুটবলারের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। 

শোক ও ভালবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানিয়েছে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ।

ঢাকা জেলা প্রশাসন থেকে বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিল। এর ১২টিতেই জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধের তহবিলে।

১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৯৭৮ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন পিন্টু।

জাতীয় পুরুষ ফুটবলের দলের ব্যর্থতার বছর : 

নারী ফুটবল দল যেখানে সবদিক থেকেই সাফল্য এনেছে সেখানে একটি হতাশাজনক বছর পার করেছে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল। তারা আটটি ম্যাচ খেলে ছয়টিতে পরাজিত এবং ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে মাত্র দুটি এবং মালদ্বীপের বিপক্ষে একটিতে জিতেছে। এবারের বিশ্বকাপ বাছাইপর্বের চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমনকি হ্যাভিয়ের ক্যাবরেরার দল ওই চার ম্যাচে একটিও গোল করতে পারেনি।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *