রয়টার্স জানিয়েছে, ডিসেম্বরে ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিচার্ড ডোনাহিউর হাতে লেখা চিরকুটটি প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটির সভাপতি শুক্রবার প্রকাশ করেন, যা ডনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা।
এই মেমো থেকে প্রমাণ হয় ট্রাম সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন, যাতে বিচার বিভাগ ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় ঠেকাতে অভূতপূর্ব পদক্ষেপ নেয়।
ওই মেমো প্রকাশের কয়েক ঘণ্টা পরই আরেকটি ধাক্কা আসে সাবেক প্রেসিডেন্টের জন্য। বিচার বিভাগ ট্রাম্পের কর সংক্রান্ত নথি কংগ্রেসের তদন্তকারীদের সামনে প্রকাশের বিষয়ে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) পথ খুলে দেয়। দীর্ঘদিন ধরে এই নথি পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল তদন্তকারীরা।
নতুন প্রকাশিত নথি থেকে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর জেফরি রোসেন, যিনি এর দিন পরই ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান, টেলিফোনে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেছিলেন, “বোঝার চেষ্টা করুন, বিচার বিভাগ নির্বাচনের ফল পরিবর্তন করতে একটি আঙুলও নাড়াবে না।”
জবাবে ট্রাম্প বলেছেন, “আপনি তা করবেন সেটা আশাও করছি না। শুধু এটুকু বলুন যে নির্বাচনে কারচুপি হয়েছে, বাকিটা আমার এবং রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ওপর ছেড়ে দিন।”
এ ব্যাপারে ট্রাম্পের প্রতিনিধিরা বক্তব্য জানতে পারেনি রয়টার্স ।
এদিকে ডনাল্ড ট্রাম্পের কর বিবরণীর নথি একটি কংগ্রেস কমিটির কাছে দেওয়ার জন্য আইআরএসকে নির্দেশ দিয়েছে বিচার বিভাগ। এই পদক্ষেপের ফলে কংগ্রেসের তদন্তকারীদের জন্য ট্রাম্পের বিরুদ্ধে তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জেরা করার পথ সহজ হয়ে গেল।