আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
৭ আগস্ট এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে আগামী ১৪ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুধবার কলেজের এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কভিড-১৯-এর বিস্তার রোধে সরকার সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষা ৭ আগস্টের বদলে ১৪ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।