শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভলিবলে বাংলাদেশ বিমান বাহিনী চ্যাম্পিয়ন পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ সোনার দাম প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে – নতুন রেকর্ড বাংলাদেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ হবে: প্রধান উপদেষ্টা বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার ‘কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা মিরাজ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস গাজায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে পণ্য বয়কটে কার লাভ কার ক্ষতি বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো চিড়িয়াখানায় মানুষের ঢল শুক্রবারও খোলা থাকছে রাষ্ট্রয়াত্ত্ব সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক-বিভিন্ন ঐতিহাসিক দলিল থেকে এ প্রমাণ সবার আগে বিশ্বকাপের টিকেট পেল জাপান সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিলো সরকার, আন্দোলন স্থগিত নিউজিল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি অবসর ঘোষণা মুশফিকের বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন : ডা. এ জেড এম জাহিদ হোসেন ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনের প্রতিবেদন মিথ্যা প্রচারণার অংশ : প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে কমিশনের প্রাথমিক সুপারিশমালা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে রুট নির্দেশনা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ স্লোগানে পদযাত্রা গণঅভ্যুত্থানের শহীদেরা ‘জুলাই শহীদ’, আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি পাবেন : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যৌন হয়রানি ও নিপীড়ন প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত জুলাই সনদ তৈরি করা আমাদের চূড়ান্ত লক্ষ্য : প্রধান উপদেষ্টা গর্ভবতী মায়েদের ১০ মাস বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্য দেশের ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি

মেসির জার্সি নম্বর ১৯-পিএসজিতে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মিরর’ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলবেন মেসি। ফ্রেঞ্চ ক্লাবটিতে খেলছেন ব্রাজিলের নেইমার, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এমবাপ্পের মতো দুই বিশ্বতারকা ফুটবলার। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ১ জুলাই, রবিবার। এরপর থেকেই ছয়বারের বিশ্বসেরা ফুটবলার ফ্রি খেলোয়াড় হয়ে পড়েন। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা কাপ জেতানো মেসি আসন্ন মৌসুমে কোন ক্লাবে খেলবেন, শুরু হয়ে যায় জল্পনা-কল্পনা। যদিও আলোচনায় ছিল দুই জায়ান্ট ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। গতকাল ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মিরর’ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলবেন মেসি। ফ্রেঞ্চ ক্লাবটিতে খেলছেন ব্রাজিলের নেইমার, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের এমবাপ্পের মতো দুই বিশ্বতারকা ফুটবলার। পিএসজিতে খেলবেন মেসি, দুই দিন আগে নিশ্চিত করেছিলেন ক্লাবটির কাতারিয়ান মালিকের ভাই। অবশ্য ব্রাজিলিয়ান তারকা নেইমার অনেক আগে আভাস দিয়েছিলেন, পিএসজিতে মেসির খেলার। তবে চুক্তির অর্থের পরিমাণ জানাতে পারেনি ইংলিশ পত্রিকা।  

বার্সেলোনায় মেসির জার্সির নম্বর ছিল ১০। ২০১৩-২০১৭ সাল পর্যন্ত চার বছরে মেসির সতীর্থ ছিলেন নেইমার। বার্সায় ব্রাজিলিয়ান তারকার জার্সি নম্বর ছিল ১১। পিএসজিতে নেইমার পড়েন ১০ নম্বর। তাহলে মেসির জার্সি নম্বর কত হবে? মেসি জানিয়েছেন, নেইমারের জার্সি নম্বর ১০ থাকুক, তিনি খেলবেন ১৯ নম্বর পরে। এজন্য পিএসজির ১৯ নম্বর জার্সির মায়া ছাড়তে হচ্ছে স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়াকে। মেসি ও নেইমারের সঙ্গে খেলবেন আরেক বিশ্বসেরা এমবাপ্পে। তিন তারকার আক্রমণভাগ হবে নিঃসন্দেহে বিশ্বের সেরা আক্রমণভাগ।

বার্সেলোনায় মেসি ও নেইমারের সঙ্গী ছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। এখন উরুগুয়ান তারকা খেলছেন স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদে। প্রিয় বন্ধুর ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়ায় বিষাদের সুর বাজছে এক সময়কার প্রিয় সতীর্থ সুয়ারেজের কণ্ঠে। বিশ্বসেরা ফুটবলারের বার্সেলোনা ছাড়ার বেদনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ লিখেছেন, ‘বন্ধু, বার্সেলোনায় যে গল্প লিখেছ তুমি, সেটা বলার হাজারো হাজারো শব্দ আছে ভান্ডারে। যে ক্লাবে তুমি বেড়ে উঠেছ, যে ক্লাবকে তুমি ভীষণ ভালোবেসেছ এবং ইতিহাস সেরা হওয়ার আগে পর্যন্ত সেই ক্লাবটির হয়ে তুমি অনেক শিরোপা জিতেছ। লিভারপুল থেকে আমি যখন বার্সেলোনায় এসেছিলাম, তুমি যেভাবে আমায় বরণ করেছিলে, সারা জীবন মনে থাকবে। বার্সেলোনায় তোমার সঙ্গে আমার হাজারও স্মৃতি। এসব মনে থাকবে আমার। লিও ভীষণ ভালোবাসি তোমায়।’

সতীর্থের বিদায়ে মন পোড়াচ্ছে সার্জিও বুসকেটসেরও, ‘আমরা যারা তোমার সঙ্গে খেলেছি, তাদের জন্য তুমি যা করেছ তার জন্য তোমাকে শুধু ধন্যবাদই দিতে পারি।’

লিভারপুল থেকে আমি যখন বার্সেলোনায় এসেছিলাম, তুমি যেভাবে আমায় বরণ করেছিলে, সারা জীবন মনে থাকবে। বার্সেলোনায় তোমার সঙ্গে আমার হাজারও স্মৃতি।
লিও ভীষণ ভালোবাসি তোমায়।
—- লুইস সুয়ারেজ


 আমরা যারা তোমার সঙ্গে খেলেছি, তাদের জন্য তুমি যা করেছ তার জন্য তোমাকে শুধু ধন্যবাদই দিতে পারি।
—- সার্জিও বুসকেটস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *