তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে দ্রুত দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।
তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় ব্রিটেনের পররাষ্ট্র দফতর থেকে সতর্ক করেছে। একই সঙ্গে আফগানিস্তানে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, সন্ত্রাসীরা আফগানিস্তানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। পাশাপাশি আফগানিস্তানজুড়ে পশ্চিমা নাগরিকদের অপহরণের শিকার হওয়ার চরম ঝুঁকি রয়েছে।
এছাড়া আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে ব্রিটিশ নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগের জন্য বলা হয়েছে।
পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস আফগানিস্তান ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিতে ওয়েবসাইট আপডেট করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে সংকট আরও বাড়ছে। আপনি যদি এখনও আফগানিস্তানে থাকেন, তবে বিলম্ব না করে দ্রুত ত্যাগ করুন। কারণ নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।
এদিকে শনিবার দ্রুত মার্কিন নাগরিকদের আফগান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা দেশটি থেকে বিদায় নিতেই একের পর এক শহর দখল করছেন তালেবান যোদ্ধারা।
এ পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তালেবানযোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্কবার্তা ঘোষণা করা হলো।