আনুষ্ঠানিক ঘোষণা না এলেও লিওনেল মেসি যে পিএসজিতে আসছেন সেই গুঞ্জন ক্রমশ সত্যি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ আগস্ট প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে আলোকসজ্জা-আতশবাজির মাধ্যমে ঘোষণাটি দেবে পিএসজি। এর আগে ২০১৭ সালে নেইমারকে দলে আনার সময় একইভাবে ঘোষণা দিয়েছিল তারা।
এদিকে, মেসির পিএসজিতে আগমনের খবর চাউর হওয়ার পর থেকে মাঠ ও মাঠের বাহিরে এর প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে দলটির অফিসিয়াল ফ্যান টোকেনের মূল্য বেড়ে গেছে ৪৩ শতাংশ। মেসি নামক ব্র্যান্ডের কারণেই যে এটা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
মহামারির কারণে দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ম্যাচের টিকিট বিক্রি করতে পারছে না ক্লাবগুলো। এছাড়া ক্লাবের অফিশিয়াল স্টোর ও জাদুঘর দেখিয়ে আয়ের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় সমর্থকদের জন্য ফ্যান টোকেনের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এক্ষেত্রে অর্থের বিনিময়ে ভক্তকে ফ্যান টোকেন কিনতে হবে। যারা এটি কিনবেন তারা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ক্লাবের বিভিন্ন জিনিসপত্র কেনা, ভোটে অংশ নেওয়া, মতামত দেওয়া, এক্সক্লুসিভ জিনিসপত্রের সুবিধা পাওয়া, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারা, পছন্দের জায়গায় বসে ম্যাচ দেখতে পারাসহ নানান সুযোগ-সুবিধা।
ফ্যান টোকেন চালু করা ক্লাবগুলোর মধ্যে রয়েছে- বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি, এএস রোমা, লিডস ইউনাইটেড, এসি মিলান, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, গালাতাসারাইসহ আরও অনেক ক্লাব।
নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, মেসি পিএসজিতেই যাচ্ছেন। এর ফলেই ক্লাবটির ফ্যান টোকেনের দাম এক লাফে ৪৩ শতাংশ বেড়েছে।