খুলনা বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টা থেকে সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ঝিনাইদহে ছয়জন, কুষ্টিয়ায় ছয়জন, মেহেরপুরে তিনজন, যশোরে দুইজন, চুয়াডাঙ্গায় এক জন রয়েছেন।
খুলনা বিভাগে ২০২০ সালের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৩১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৮২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭ হাজার ১৮১ জন।