গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ছয়জন এবং উপসর্গ নিয়ে মারা যান ১০ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৯ জন, নেত্রকোনার ৪ জন, জামালপুরের ২ জন ও শেরপুরের ১ জন রয়েছে।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশাল উপজেলার রাহেলা বেগম (৬৫), জাহেদা (৭০), ফুলপুর উপজেলার আব্দুল হান্নান (৭০), গৌরীপুর উপজেলার খোদেজা (৬০) এবং নেত্রকোনা সদরের সালেহা (৬৪)। উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের আয়াতুন্নেসা (৯০), গফরগাঁও উপজেলার কেরামত আলী (৭০), রোজিনা (৩০), ত্রিশাল উপজেলার রফিকুল ইসলাম (৫২), নেত্রকোনা সদরের ফজর বানু (৬০), দুর্গাপুর উপজেলার এপ্রিন (৩৫), শ্যামগঞ্জ উপজেলার কাজিম উদ্দিন (৭০), জামালপুর সদরের আবু শামা (৭০), লাভলু (৬০) ও শেরপুরের নকলা উপজেলার হুজেরা (৬০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩২৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫০০ টি নমুনা পরীক্ষায় আরও ৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৪২২ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন।