সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফরহান নূর বলেন, “আমরা তিন ঘন্টা বন্ধ রাখার দাবি জানিয়েছিলাম সরকার চার ঘণ্টা মঞ্জুর করেছে।“
বর্তমানে দেশে ৬৫৪টি সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের সঙ্কট তীব্র আকার ধারণ করছে।
এর আগে সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুতকেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে ১৯ জুলাইয়ে বৈঠকে সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।