বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ঢাকাতে ৪৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি ৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৭৮ জন রোগী ভর্তি রয়েছেন।