মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে বাংলাদেশী তিন শান্তিরক্ষী আহত হয়েছেন।
শনিবার দেশটিতে জাতিসঙ্ঘের মিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসঙ্ঘের মিশন মিনুসকা জানায়, শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে পাঁচ শ’ কিলোমিটার দূরে ওউহাম-পেন্ডে প্রদেশের বোহঙ্গে এই দুর্ঘটনা ঘটে।
মিনুসকা জানায়, শান্তিরক্ষীদের বহনকারী একটি বাহন মাইনের ওপর পড়লে তার বিস্ফোরণে তিন বাংলাদেশী শান্তিরক্ষী আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
গুরুতর আহত দুইজনকে নিকটবর্তী বোওআর শহরে মিনুসকা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে জানায় জাতিসঙ্ঘ মিশন।
এর আগে বৃহস্পতিবার দেশটির পশ্চিমে অপর এক মাইন বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হন।
মিনুসকার তথ্য অনুসারে আগস্ট থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিম অঞ্চলে দুই নারী ও এক শিশুসহ আট ব্যক্তি নিহত হয়।