বাংলাাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে নবগঠিত চট্টগ্রাম মহানগর জাসাস বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জাসাস এর চট্টগ্রাম বিভাগীয় টিম-২’র সমন্বয়কারী ও জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটি’র সদস্য আমিনুল ইসলাম। সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর জাসাস কমিটির আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলুর , সদস্য সচিব মামনুর রশিদ শিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-গবেষণা বিষয়ক সম্পাদক নাজমা সাঈদ, চট্টগ্রাম মহানগর জাসাস এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র অভিনেতা দোস্ত মোহাম্মদ ভাই, যুগ্ম আহ্বায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, জাসাস নেতা সঙ্গীত পরিচালক সৈয়দ জিয়া উদ্দিন, সঙ্গীত পরিচালক গোলাম মোস্তফা,ফজলুল হক সুমন,সমাজ সেবক লায়ন আব্দুল মান্নান,যুবদল নেতা মোশারফ আমিন সোহেল, জাসাস নেতা সংগঠক এস.এম. তারেক, মহিউদ্দিন জুয়েল, নাহিদা আক্তার নাজু,শরীফ গোলাম কিবরিয়া, আব্দুল হান্নান শিবলী,চিত্রশিল্পী ইশাত মান্নান তানিম প্রমুখ ।