[স্টাফ রির্পোটার]- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষেভেড়ামারা রেল ষ্টেশন, কোস কাউন্টার, শাপলা চত্তর, পৌর সভার বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অবিভক্ত ঢাকা মহানগর মহিলাদল কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা মানুষের অধিকার হরণ করছে। তারা দেশের টাকায় বিদেশে সেকেন্ড হোম বানাচ্ছে। দেশের মানুষ কষ্টে আছে-ক্ষমতাসীনরা সেসব মানুষের কষ্ট নিয়ে ভাবেন না। আর বিএনপি সব সময় মানুষের পাশে আছে। তাই দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে অসহায়, দরিদ্র ও ছন্নিমূল মানুষরে মাধ্যে শীতনস্ত্র বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বি এন পির সহ-সভাপতি হাফিজুর রহমান হাবু, যুব দলের সিনিয়র জয়েন কনভেনর ফিরোজ আহমেদ তপন।যুবদলের জয়েন কনভেনর মিলন খান।ছাত্র দলের প্রস্তাবিত সভাপতি রবিউল ইসলাম রুবেল। সেচ্ছাসেবক দলের জেলার সদস্য আপাল মন্ডল সহ অনান্য নেতাকর্মী।