বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আবেদন পুনরুজ্জীবিত করলো আপিল বিভাগ বাংলাদেশি নাগরিকদের জন্য আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে : নাহিদ ইসলাম মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার মামলায় আপিলের অনুমতি পেলেন ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে হত্যা মামলা সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূতের সাভার-আশুলিয়ায় পোশাক শিল্প পরিদর্শন হাইকোর্টে কিছু বিচারক আছেন, যাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর অভিযোগ রয়েছে : অধ্যাপক ড. আসিফ নজরুল ২৪ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রিভিউ শুনানি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের উৎস চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের আহ্বান আসিফ মাহমুদের ফ্যাসিস্ট শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল জনগণের টাকা মেরে বিদেশে পাচার করা: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নির্বাচনের সময় নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে শিগগিরই সার্চ কমিটি গঠন আগামী শিক্ষাবর্ষ থেকে ফের বিভাগ চালু হচ্ছে নবম-দশম শ্রেণীতে ‘জুলাই ৩৬’ নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণে হাইকোর্টের নির্দেশ পল্লী বিদ্যুৎ সমিতির কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিতের অনুরোধ সরকারের সিনওয়ার হত্যার পর ”প্রতিরোধ’ জোরদার করার দিকে নিয়ে যাবে’: ইরান বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার লাতাকিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে : রাষ্ট্রীয় গণমাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা ‘শত্রুতামূলক পদক্ষেপ’ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি পরিদর্শন ড.ইউনূসের প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে বিএফআইডিসির ১৫৫ একর জমি উদ্ধার জাতীয় আট দিবস বাতিল হচ্ছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের আহ্বান নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে সিন্ডিকেট শনাক্তে কাজ করছে সরকার মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশ করা হবে

কাউন্সিলরদের টিকার টোকেন পাচ্ছেন পরিচিতজনরা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

গণ‌টিকা কার্যক্রমের ৫ম দিন বুধবার পুরান ঢাকায় কেন্দ্রগু‌লো‌তে টিকার জন‌্য হাহাকার প‌ড়ে‌ছে। টিকা না পে‌য়ে লোকজন কেন্দ্রগু‌লো‌তে হট্ট‌গোল বাঁ‌ধি‌য়েছে।  স‌্যার স‌লিমুল্লাহ মে‌ডিকেল ক‌লেজ মিট‌ফোর্ড হাসপাতা‌লে ২ প্রবাসী শ্রমিক গ্রুপ টিকা নি‌তে এসে হট্ট‌গোল বা‌ধি‌য়ে দেয়। এক পর্যা‌য়ে উত্তেজনাকর প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌লে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে হাসপাতা‌লের উপ প‌রিচালক ডাঃ‌. মো. আলী হাবীব সেখা‌নে উপ‌স্থিত হ‌লে ওই শ্রমিকরা তার স‌ঙ্গে বাধানুবা‌দে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। প‌রে প‌রি‌স্থি‌তি শান্ত হয়। ত‌বে কোথাও স্বাস্থ‌্যবি‌ধির বালাই ছিল না। পুরান ঢাকার লালবাগ, বংশাল, সূত্রপুর, কামরাঙ্গীরচর ও মিট‌ফোর্ড হাসপাতাল ঘু‌রে এসব তথ‌্য পাওয়া গে‌ছে।

 

ডা. মোহাম্মদ আলী হা‌বিব যুগান্তর‌কে ব‌লেন, আমে‌রিকান মডার্নার টিকা নতুন ক‌রে কাউকে দেওয়া হ‌বে না-এমন এক‌টি চিঠি ইস‌্যু ক‌রে স্বাস্থ‌্য অধিদপ্তর। ওই খব‌রে টিকা গ্রহ‌ণের ম‌্যা‌সেজ না পে‌য়েও প্রচুর লোকজন সকাল থে‌কে ভিড় জমায়। ম্যাসেজপ্রাপ্ত লোকজ‌নের স‌ঙ্গে তা‌দের বাধানুবাদ হ‌লে আমরা হস্ত‌ক্ষেপ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনি। প‌রে ম‌্যা‌সেজ প্রাপ্ত‌দেরই টিকা প্রদান করা হয় ব‌লে জানান তি‌নি।

এদি‌কে নগরীর প্রতি‌টি ওয়া‌র্ডে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌নের তত্বাবধা‌নে প্রতি‌দিন সা‌ড়ে তিনশ ডোজ টিক‌া দেওয়া হ‌চ্ছে। ওই টিকা কাউন্সিলর‌দের টো‌কে‌ন প্রাপ্ত‌দের‌কে দেওয়া হ‌চ্ছে। এতে কাউন্সিলর‌দের নিজস্ব লোকজন‌কে টো‌কেন দেওয়ার অভি‌যোগ উঠে‌ছে। ভিন্নমত কিংবা কাউন্সিলর‌ বি‌রোধী লোকজন টো‌কে‌নের জন‌্য গে‌লে তা‌ড়ি‌য়ে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান ভুক্ত‌ভোগীরা।

ডিএস‌সি‌সির ৩২ নম্বর ওয়ার্ডের বাগদা শাহ লে‌নের বাপ্পী না‌মে একজন অভি‌যোগ ক‌রে ব‌লেন, কাউন্সিল‌রের কার্যল‌য়ে টো‌কেন আন‌তে গে‌লে তা‌কে ভোট না দেওয়ার অজুহা‌তে তা‌ড়ি‌য়ে দেওয়া হয়। তাছাড়া তার বি‌রোধী‌দের অনেককে টিকা প্রদা‌নের সময় তার স‌ঙ্গে ছবি তু‌লে ফেজবু‌কে পোষ্ট দেওয়ার শ‌র্তে টো‌কেন দি‌চ্ছেন তি‌নি। 

অভিযোগ অস্বীকার ক‌রে ডিএস‌সি‌সির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. মান্নান ব‌লেন, প্রতি‌টি লে‌নে দা‌য়িত্বপ্রাপ্ত লোকজন র‌য়ে‌ছে। তারাই টো‌কেন দি‌চ্ছে।

নগরীর বি‌ভিন্ন ওয়ার্ডগু‌লো‌তে স্থা‌পিত টিকা কেন্দ্রগু‌লো‌তে দেখা গে‌ছে, সকাল থে‌কে নানা বয়সী লোকজন টিকার জন‌্য লাইনে দাঁড়া‌চ্ছেন। কিন্তু টিকা স্বল্পতায় তারা টিকা না নি‌য়ে ফি‌রে যা‌চ্ছেন। এমন অবস্থায় মান‌ু‌ষের মা‌ঝে টিকার জন‌্য এক ধর‌নের হাহাকার তৈ‌রি হ‌য়ে‌ছে।

ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশন (‌ডিএস‌সি‌স) প্রধান স্বাস্থ‌্য কর্মকর্তা বি‌গ্রেডিয়ার জেনা‌রেল শরীফ আহমে‌দ যুগান্তর‌কে ব‌লেন, পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেওয়া হ‌বে। কাউকে হতাশ না হওয়ার অনু‌রোধ ক‌রেন তি‌নি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *