বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি’র পূর্ব নির্ধারিত পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি-পুলিশ সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত, গ্রেফতার ১২।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম গ্রেফতার ও আহতদের নামের তালিকা প্রকাশ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম জানান, শহীদ জিয়ার মাজার এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-
১। এ জে এম শামসুল হক, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
২। শাহজাহান স¤্রাট, কেন্দ্রীয় কৃষকদল নেতা।
৩। মোঃ রুবেল, আহবায়ক কমিটির সদস্য, লালবাগ থানা যুবদল।
৪। হাফিজ আহমেদ রাতুল, সবুজবাগ থানা ছাত্রদল নেতা।
৫। ইব্রাহিম, কামরাঙ্গীচর থানা, ছাত্রদল নেতা।
৬। সোহাগ, কামরাঙ্গীচর থানা, ছাত্রদল নেতা।
৭। রবিউল, কামরাঙ্গীচর থানা, ছাত্রদল নেতা।
৮। জুম্মন, কামরাঙ্গীচর থানা, ছাত্রদল নেতা।
৯। সোলেমান, কামরাঙ্গীচর থানা, ছাত্রদল নেতা।
১০। মুক্তার, কামরাঙ্গীচর থানা, ছাত্রদল নেতা।
১১। মুনির হোসেন, পল্টন থানা বিএনপি নেতা
১২। মতিউর রহমান-গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের দেয়া তথ্য অনুযায়ী, পুলিশি হামলায় আহত নেতৃবৃন্দের নাম ঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপি :
১. আমান উল্লাহ আমান, আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
২. আমিনুল হক, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
৩. শামিমুর রহমান শামীম, সহ প্রচার সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি।
৪. ফেরদৌসি আহমেদ মিষ্টি, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি :
১. শহীদুল ইসলাম বাবুল, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
২. এ্যাড. মকবুল আহমেদ সরদার, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
৩. মোহাম্মদ নাঈম, সাধারণ সম্পাদক, কামরাঙ্গীচর থানা বিএনপিসহ ৪ জন গুলিবিদ্ধ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদল :
১. মোঃ শরীফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর (দ:) যুবদল।
২. গোলাম মাওলা শাহীন, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (দ:) যুবদল।
৩. সাঈদ হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (দ:) যুবদল।
৪. আনন্দ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (দ:) যুবদল।
৫. আর. টি মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক,
৬. মোহাম্মদ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক, ঢাকা মহানগর (দ:) যুবদল সহ মোট ৭০/৮০ জন।
ঢাকা মহানগর উত্তর যুবদল :
১. বাপ্পি, উত্তর যুবদল নেতা।
২. সুমন, উত্তর যুবদল নেতা।
৩. সুলেমান, উত্তর যুবদল নেতা।
৪. জগলুল পাশা পাভেল, উত্তর যুবদল নেতা।
৫. আশিকুর রহমান, উত্তর যুবদল নেতা।
৬. আনোয়ার হোসেন, উত্তর যুবদল নেতা।
৭. জুয়েল, উত্তর যুবদল নেতা।
৮. সাদেক, উত্তর যুবদল নেতা।
৯. শরীফ আহমেদ, উত্তর যুবদল নেতা।
ঢাকা জেলা যুবদল ও ছাত্রদল:
১. ইয়াসির ফেরদৌসী মুরাদ, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল।
২. রুবেল, ঢাকা জেলা যুবদল নেতা।
৩. ফারুক, ঢাকা জেলা যুবদল নেতা।
৪. মিন্টু, ঢাকা জেলা যুবদল নেতা।
৫. ইসরাফিল, ঢাকা জেলা যুবদল নেতা।
৬. আব্দুস সোবহান স্বপন, ঢাকা জেলা যুবদল নেতা।
৭. শহিদুল ইসলাম দিপু, সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল।
৮. শাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা।
৯. গোলাম আজম সৈকত, সাবেক ছাত্রদল নেতা।
স্বেচ্ছাসেবক দল
১। শাহ আলম তপু-স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা।
২। শামীম আহমেদ-সদস্য সচিব-রুপনগর থানা স্বেচ্ছাসেবক দল
৩। নুরনবী ফরাজী মুক্তার-যুগ্ম আহবায়ক, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল
৪। ডাঃ মাহফুজুর রহমান-যুগ্ম আহবায়ক, কাফরুল থানা
৫। আবুল কালাম-যুগ্ম আহবায়ক, কাফরুল থানা
৬। সাগর-শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দল নেতা
৭। রায়হান আহমেদ-মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দল সদস্য
৮। সাহাবুদ্দিন সাবু-স্বেচ্ছাসেবক দল-পল্লবী থানা
৯। ইসমাইল হোসেন বাবু-খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দল নেতা
মোহাম্মদপুর থানা :
১. জামাল হোসেন টুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদুপুর থানা বিএনপি।
২. মোঃ ফিরোজ, মোহাম্মদুপুর থানা বিএনপি নেতা।
৩. মোঃ মারুফ, মোহাম্মদুপুর থানা বিএনপি নেতা।
৪. আল-আমিন, মোহাম্মদুপুর থানা বিএনপি নেতা।
আদাবর থানা :
১. এ্যাড. আক্তার উজ্জামান, সভাপতি, আদাবর থানা বিএনপি।
২. গেলদার মোঃ হৃদয়, আদাবর থানা বিএনপি নেতা।
৩. মোঃ কামাল হোসেন, আদাবর থানা বিএনপি নেতা।
৪. সুমন সেরনিয়াবাদ, আদাবর থানা বিএনপি নেতা ও
৫. মোঃ শামিম, আদাবর থানা বিএনপি নেতা।
হাজারীবাগ থানা
১। আনোয়ার
২। খলিল
৩। রানা
৪। রাজিব
ক্ষিলক্ষেত থানা :
১. সি এম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, ক্ষিলক্ষেত থানা বিএনপি।
২. মাহফুজুর রহমান সজিব, সহ সাধারণ সম্পাদক, ক্ষিলক্ষেত থানা বিএনপি।
৩. ইসমাইল হোসেন বাবু, সাধারণ সম্পাদক, ক্ষিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দল।
সূত্রাপুর থানা :
১. আল-আমিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, সূত্রাপুর থানা বিএনপি।
তেজগাঁও থানা :
১. এল রহমান, সভাপতি, তেহগাঁও থানা বিএনপি।
২. মনিরুজ্জামান টগর, সাংগঠনিক সম্পাদক-২৬ নং ওয়ার্ড।
৩. বোরহানুজ্জামান, ২৭ নং ওয়ার্ড, শেরেবাংলা নগর থানা।
৪. জামান, সহ সাধারণ সম্পাদক- ২৬ নং ওয়ার্ড বিএনপি।
৫. মনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক- ২০ নং ওয়ার্ড।
৬. জাহাঙ্গীর, রায়বাজার ইউনিট- ২০ নং ওয়ার্ড।
৭. রহিম, সভাপতি, মৎস্যজীবী দল- ২০ নং ওয়ার্ড।
শ্রমিক দল :
১. মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় শ্রমিকদল।
মৎস্যজীবী দল :
১. শাহ আলম, যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় মৎস্যজীবী দল।
২. কে এম সোহেল রানা, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দল।
৩. জসিম উদ্দিন, মিরপুর থানা, মৎস্যজীবী দল নেতা।
৪. মোঃ রুবেল, কামরাঙ্গীচর থানা, মৎস্যজীবী দল নেতা।
জাসাস নেতৃবৃন্দ :
২. মিজানুর রহমান, সভাপতি- আদাবর থানা জাসাস।
৩. এস এম সাইফুল রাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক- আদাবর থানা জাসাস।
৪. জাকির হোসেন খালাসি, বাড্ডা থানা, জাসাস।
সাংবাদিক :
১. জাকারিয়া, বিবিসি।
২. মোঃ নুরুল আমিন, বিএনআরসি, ক্যামেরাম্যান।
৩. কামরুল হাসান বাবু, বিএনপি অন-লাইন ক্যামেরাম্যান।
উক্ত ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারর্পাসন উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।
জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সহ সভাপতি ও ঢাকা মহানগর এর আহবায়ক মীর সানাউল হকও অনুরূপ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ বর্বরোচিত হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অগণতান্ত্রিক উল্লেখ করে নিষ্পেষিত ও মৃতপ্রায় গণতন্ত্রকে শতভাগ গণতান্ত্রিক রূপদানের লক্ষ্যে অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দী ও গ্রেফতারকৃতদের মুক্তির জোর দাবী জানান।