বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিভারপুলের জয় অব্যাহত, আটালান্টাকে হারিয়ে রিয়ালের জয় ডেভিড মিলার-জর্জ লিন্ডের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার ম্যানচেস্টার সিটির মেয়াদ শেষে অন্য অন্য ক্লাবে যাচ্ছেন না গার্দিওলা শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে : টবি ক্যাডম্যান শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে : প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ জুলাই বিপ্লবের চেতনায় শুরু হচ্ছে ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪  বাংলাদেশ জনগণের কথায় চলুক, ভারত তা চায় না : রুহুল কবির রিজভী গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ : নাহিদ ইসলাম বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’ : অধ্যাপক ইউনূস বিশ্ব মানবাধিকার দিবস আজ ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক দ. কোরিয়ার রাজনৈতিক সঙ্কটে নোবেল জয়ী হান ক্যাং ‘বিস্মিত’ কেউ যাতে ন্যায়বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে : প্রধান বিচারপতি ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই : উপদেষ্টা এম সাখাওয়াত ২০২৫ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ যুব হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সংখ্যালঘুদের বিষয়ে তথ্য পেতে ধর্মীয় নেতাদের সাহায্য চাইলেন প্রধান উপদেষ্টা যড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি : প্রধান উপদেষ্টা ঐকমত্য চায় বিএনপি, সঙ্গে নির্বাচনী রোডম্যাপ এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য নিয়ে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা সার্কের পুনরুজ্জীবন করার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদন জমা: শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা ‘খুবই কঠিন’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারী বর্ষণে উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে ৫০ জনের মৃত্য পাকিস্তানের হুঁশিয়ারি ভারতকে

লিওনেল মেসির চুমু বিশ্বকাপ ট্রফিতে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

গোল্ডেন বলের পুরস্কারটা নিতে পোডিয়ামে গেলেন লিওনেল মেসি। হাতে নিলেন। সবার সাথে হ্যান্ডশেক করলেন। সর্বশেষ হ্যান্ডশেক করলেন ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং কাতারের আমির আল থানির সঙ্গে। এরপর পোডিয়াম থেকে বেরিয়ে না গিয়ে মেসি এগিয়ে গেলেন অস্থায়ী বেদির ওপর রাখা ট্রফিটার দিকে।

 

Messi

একটু পরেই ট্রফিটা হাতে তুলে নেবেন। কিন্তু তাকে ছোঁয়ার যেন আর তর সইছে না মেসির। এগিয়ে গেলেন। বেদির ওপর রাখা ট্রফিটা আলতো করে ধরে চুমু খেলেন। এরপর পরম মমতায় তার মাথায় (ট্রফির ওপর বলের মত চকচকে অংশটা) একটু হাত বুলালেন। যেন স্বান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, ‘আর কয়েক মিনিটই তো। এরপর তো তোমাকে নিয়েই উল্লাসে মেতে উঠবো।’ ট্রফিটাও যেন মেসির কথা শুনলো এবং শুনে আস্বস্ত হলো।

এরপর বিজয়ের পদক গলায় পরার পালা। সোনার পদক প্রতিটি কোচ এবং ফুটবলারের গলায় পরানো হলো। সবাই পোডিয়ামের সামনে গিয়ে বিজয় মঞ্চে সমবেত হচ্ছিল। তার আগে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল বিশ্বকাপ ট্রফিটিকে। ট্রফিটিও যেন কাঙ্খিত স্পর্শ পেয়ে খুব প্রসন্ন।

Messi

 

এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। শিরোপা তুলে দেয়ার আগে মেসিকে পরিয়ে দেয়া হলো ঐতিহ্যবাহী কাতারি আলখেল্লা। কাতারের আমির নিজ হাতে মেসির গায়ে পরিয়ে দিলেন সোনালি পাড় এবং কালো রঙয়ে হালকা কাপড়ের আলখেল্লাটি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এগিয়ে এসে শিরোপাটা তুলে দিলেন বিজয়ী দলের অধিনায়ক লিওনেল মেসির হাতে। ট্রফিটা হাতে নিয়ে একটা চুমু খেলেন মেসি।

এক্ষণে যেন একটু নাটকীয় দৃশ্যের অবতারণা হলো। মেসি যেন ট্রফি নিয়ে সতীর্থদের দিকে এগিয়ে আসতেই চাইছেন না। ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো আর কাতারের আমির অনেকটা জোর করেই যেন মেসিকে ঠেলে নিয়ে এলেন তার সতীর্থদের কাছে।

messi

নাটকীয়তার তখনও বাকি। সতীর্থদের কাছকাছি চলে এলেন মেসি ট্রফিটা নিয়ে। এবার নতুন দৃশ্য। মেসি ট্রফিটা হাতে নিয়ে একটু নিচু হলেন। শরীরটা হালকা বাকিয়ে নাচের ভঙ্গিতে ধীরে ধীরে এগিয়ে এলেন সতীর্থদের মাঝে।

এরপর সেই চিরাচরিত দৃশ্য। বিজয়ী অধিনায়ক শিরোপাটায় একটু চুমু খেয়ে মাথার ওপর তুলে ধরে যে উল্লাসে মেতে ওঠেন, মেসিও সেটা করলেন। ডি মারিয়া, আলভারেজ, মার্টিনেজ, ফার্নান্দেজ থেকে শুরু করে সবাই- মেতে উঠলেন বিজয়ের উল্লাসে, বিজয়ের আনন্দে।

বিশ্বকাপ ট্রফিটারও যেন দীর্ঘদিনের একটা আক্ষেপ ঘুচলো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের হাতে যেতে পেরে যেন ট্রফিটাও স্বস্তিবোধ করলো। যেন তার মাঝে বিশ্বসেরার যে গৌরবের প্রতীক লুকিয়ে আছে, তার যেন সম্পূর্ণ প্রকাশ ঘটলো মেসির হাতে উঠতে পেরে। বিশ্বসেরার ট্রফি তো বিশ্বসেরা ফুটবলারের হাতেই মানায়।

Messi

পেলে-ম্যারাডোনা কালজয়ী, শতাব্দীর সেরা ফুটবলার। মেসি যে এবার তাদেরও ছাড়িয়ে গেলেন। সোনালি ট্রফিটা হাতে তুলে নিয়ে মেসি যেমন নিজেকে পূর্ণ করলেন, তেমনি ট্রফিটাও যেন নিজেকে পূর্ণ করলো, গৌরবান্বিত করলো মেসির হাতে উঠতে পেরে।

২০১৪ মারাকানা স্টেডিয়ামের সেই দৃশ্যটা হয়তো সারা জীবনেও ভুলতে পারবেন মেসি। ফ্রান্সকে হারিয়ে আজ যে বিশ্বকাপ ট্রফিটা জিততে পারলেন, তাতেও কী সেই দুঃখ ভোলা যাবে? বিশ্বকাপের ট্রফিটা এত কাছে এসেও সেদিন ধরা দিল না। সোনালি ট্রফিটার পাশ দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছেন মেসি, গত ৮টি বছর এই ছবি কেবল আফসোসই বাড়িয়েছে।

Messi

ফুটবলকে তিনি দিয়েছেন পুরোটা জীবন উজাড় করে। ২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর কতশত, কত হাজার মিনিট সবুজ মাঠটিতে ফুল ফুটিয়েছেন। বাঁ-পায়ের অসাধারণ কারুকাজ দেখিয়েছেন। কিন্তু বিশ্বকাপ ট্রফিটা তার হাতে এসে ধরা দেয়নি। ৪টি বিশ্বকাপ খেলেও অর্জন করতে পারেননি বিশ্বসেরার খেতাব।

অবশেষে নিজের ৩৫তম বছর বয়সে এসে বিশ্বকাপের সর্বকালের সব রেকর্ড তছনছ করে দিয়ে বিশ্বকাপ শিরোপাটা জিতলেন মেসি। সোনালি এই ট্রফিটা তো সবার চেয়ে মেসির হাতেই মানায় বেশি। মেসির হাতেই সবচেয়ে বেশি সুন্দর সোনালি ট্রফিটা। ভামোস আর্জেন্টিনা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *