গাজীপুর মহানগর জাসাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে আজ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর জাসাস এর আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল , সিঃযুগ্ম আহবায়কঃআনিসুর রহমান মিরন, যুগ্ম আহবায়কঃসাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক ঃ প্রোফেসার আকাশ, মোবারক হোসেন তানসেন, সদস্য সচিবঃ কৌশিক খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।