শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভলিবলে বাংলাদেশ বিমান বাহিনী চ্যাম্পিয়ন পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ সোনার দাম প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে – নতুন রেকর্ড বাংলাদেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ হবে: প্রধান উপদেষ্টা বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার ‘কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা মিরাজ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস গাজায় ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে পণ্য বয়কটে কার লাভ কার ক্ষতি বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো চিড়িয়াখানায় মানুষের ঢল শুক্রবারও খোলা থাকছে রাষ্ট্রয়াত্ত্ব সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক-বিভিন্ন ঐতিহাসিক দলিল থেকে এ প্রমাণ সবার আগে বিশ্বকাপের টিকেট পেল জাপান সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের উদ্যোগ শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিলো সরকার, আন্দোলন স্থগিত নিউজিল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত ইফতার মাহফিল স্থগিত করলো বিএনপি অবসর ঘোষণা মুশফিকের বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন : ডা. এ জেড এম জাহিদ হোসেন ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনের প্রতিবেদন মিথ্যা প্রচারণার অংশ : প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে কমিশনের প্রাথমিক সুপারিশমালা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে রুট নির্দেশনা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ স্লোগানে পদযাত্রা গণঅভ্যুত্থানের শহীদেরা ‘জুলাই শহীদ’, আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি পাবেন : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যৌন হয়রানি ও নিপীড়ন প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত জুলাই সনদ তৈরি করা আমাদের চূড়ান্ত লক্ষ্য : প্রধান উপদেষ্টা গর্ভবতী মায়েদের ১০ মাস বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্য দেশের ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি

২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন এক মার্কিন ও লন্ডন-ভিত্তিক দুই বিজ্ঞানী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস আজ বুধবার মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পারকে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

ইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে ও বাংলাদেশ সময় বিকেল ৩টা  ৪৫ মিনিটে এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের অর্ধেক পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড বেকার এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার।

বিজ্ঞানী ডেভিড বেকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ১৯৬২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন। তিনি সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাকে  ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞানী ডেমিস হাসাবিস ১৯৭৬ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। যুক্তরাজ্যের লন্ডনস্থ ইউনিভার্সিটি কলেজ থেকে ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের  লন্ডনস্থ গুগল ডিপমাইন্ডের সিইও হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞানী জন এম. জাম্পার ১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লিটল রকে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে ২০১৭সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডস্থ গুগল ডিপমাইন্ডে সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন।

যুক্তরাজ্যের লন্ডনস্থ গুগল ডিপমাইন্ডে কর্মরত ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার দুজনকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে পুরস্কার দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়নে নোবেল পুরস্কার ২০২৪ প্রোটিন সম্পর্কিত। এটি জীবনের উদ্ভাবনী রাসায়নিক হাতিয়ার। ডেভিড বেকার সম্পূর্ণ নতুন ধরনের প্রোটিন তৈরির প্রায় অসাধ্য কীর্তি সাধনে সফল হয়েছেন। আর ডেমিস হাসাবিস ও জন জাম্পার একটি ৫০ বছরের পুরোনো সমস্যা সমাধানে একটি এআই মডেল তৈরি করেছেন, যা প্রোটিনের জটিল কাঠামোর পূর্বাভাস দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এসব আবিষ্কার বিপুল সম্ভাবনার আধার’ বলে উল্লেখ করা হয়।

পুরস্কার ঘোষণার সব তথ্য নোবেলপ্রাইজের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রথা অনুযায়ী অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সোমবার যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকানকে চিকিৎসাশাস্ত্র বা ওষুধশাস্ত্রে ২০২৪ সালের নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি  জানায়, ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টনকে যৌথভাবে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানায়।

একাডেমি জানিয়েছে, ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে।  অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি।

প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি স্বর্গপদক, শংসাপত্রসহ একটি ডিপ্লোমা এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পান।

এর পরের পুরস্কার ঘোষণার দিনক্ষণ নিচে দেওয়া হলো:

১০ অক্টোবর : এদিন ঘোষণা করা হবে সাহিত্য ক্যাটাগরির পুরস্কার। স্থানীয় সময় বিকেল ১টা। বাংলাদেশ সময় বিকেল ৫টা।

১১ অক্টোবর : নোবেলের সবচেয়ে আকর্ষণীয় শান্তি পুরস্কার বিজয়ীর নাম জানা যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট থেকে। স্থানীয় সময় সকাল ১১টা। বাংলাদেশ সময় বিকেল ৩টা।

১৪ অক্টোবর : ছয় নম্বর এবং সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে এদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এ বছর শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *