বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনু, উত্তর খান ও দক্ষিণ খান থানা জাসাস এর কমিটি অনুমোদন করেছেন। উল্লেখিত কমিটিসমূহ কর্মীসভা করে প্রস্তাবনা উপস্থাপন করলে অনুমোদিত হয়। যা ঁজাসাস কেন্দ্রীয় দফতরের দায়িত্বে মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোঃ শাহীন মৃধা -আহবায়ক,উত্তর খান থানা জাসাস
সামসুজ্জামান চৌধুরী (সানু) -সদস্য সচিব,,উত্তর খান থানা জাসাস
মোঃ শাহীন মৃধা-কে আহবায়ক ও সামসুজ্জামান চৌধুরী (সানু) -কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট উত্তর খান থানা জাসাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
মোঃ মহসীন চৌধুরী- আহবায়ক,দক্ষিণ খান থানা জাসাস
মোঃ শাহ আলম খান -সদস্য সচিব,দক্ষিণ খান থানা জাসাস
মোঃ মহসীন চৌধুরী-কে আহবায়ক ও মোঃ শাহ আলম খান -কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ খান থানা জাসাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়।